ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ভারী বৃষ্টিপাতে বন্যার পানির উচ্চতা বেড়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৪
লক্ষ্মীপুরে ভারী বৃষ্টিপাতে বন্যার পানির উচ্চতা বেড়েছে

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে বন্যার পানির উচ্চতা বেড়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) রাতে জেলাতে টানা ভারী বৃষ্টি হয়। ফলে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে।

বন্যাকবলিত এলাকার বাসিন্দারা জানান, লক্ষ্মীপুরে গত কয়েকদিন ধরে খুব ধীরগতিতে পানি নামা শুরু করে। এতে দিনে এক-দুই ইঞ্চি পানির উচ্চতা কমছে। কিন্তু সোমবার রাতে ভারী বৃষ্টিতে পানির উচ্চতা আরও দুই ইঞ্চির মতো বেড়েছে। বন্যার পানি বাড়ায় দুর্ভোগ আরও বাড়বে।

তারা আরও জানান, বন্যার পানি মেঘনা নদীতে নামার জন্য যেসব খাল ব্যবহার হয়, তাতে নানা প্রতিবন্ধকতা থাকায় পানি নামছে না। জেলাতে হু হু করে বন্যার পানি নামলেও কমছে অল্প অল্প করে। তার ওপর মাঝে মধ্যে বৃষ্টিপাত হওয়ায় পানির উচ্চতা বাড়ে। ফলে বন্যার সময়কাল দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে।

লক্ষ্মীপুর রামগতির আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া অবজারভার সোহরাব হোসেন বলেন, রামগতিতে ২৪ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।