ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে ত্রাণসামগ্রী দিলো চীনা দূতাবাস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৪
ফেনীতে ত্রাণসামগ্রী দিলো চীনা দূতাবাস

ঢাকা: ঢাকার চীনা দূতাবাসের উদ্যোগে ফেনীর বন্যাদুর্গত এলাকায় আরও পাঁচ হাজার মানুষের মধ্যে রান্না করা খাবার ও মাসিক ফুড প্যাক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ঢাকার চীনা দূতাবাস জানায়, ফেনীর জেলা প্রশাসক শাহিনা আক্তারের কাছে ৩শ পরিবারের জন্য খাবার হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও ফেনীর ছাগলনাইয়া উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ২শ পরিবারের জন্য মাসিক ফুড প্যাক বিতরণ করা হয়।

দ্বিতীয় দফায় ৫ হাজার লোককে ত্রাণ সহায়তা দিলো চীনা দূতাবাস। জেলার সোনাগাজী, ফুলগাজী, পরশুরাম, দাগনভূঞা, ছাগলনাইয়া এবং ফেনী সদর থানার মানুষরা এ সহায়তা পেয়েছেন।

এর আগে প্রথম দফায় গত ২৫ আগস্ট চীনা দূতাবাসের উদ্যোগে ফেনীর বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ হাজার মানুষের মধ্যে রান্নাকরা খাবার সরবরাহ করা হয়।

চীনা দূতাবাস প্রধান উপদেষ্টার বন্যায় ত্রাণ তহবিলে ২০ হাজার ডলার অনুদান দিয়েছে। চীনা রেড ক্রিসেন্ট সোসাইটি বন্যায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ১ লাখ ডলার অনুদান দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২৪
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।