ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শাহজাদপুরে করতোয়া থেকে অবৈধভাবে বালু তোলায় ২ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৪
শাহজাদপুরে করতোয়া থেকে অবৈধভাবে বালু তোলায় ২ জনের কারাদণ্ড

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে করতোয়া নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তোলার দায়ে দুই ড্রেজার শ্রমিককে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে শাহজাদপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সাকালী গ্রামের আবু হানিফ (৫২) ও ফরিদপুর জেলার চরদর্শনী উপজেলার বাহারা গ্রামের মোমিন মাতবরের ছেলে মো. নান্টু (৩০)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমান জানান, শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের বাদলবাড়ি মাজার সংলগ্ন করতোয়া নদীতে বাংলা ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে দুই ড্রেজার শ্রমিককে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।