ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

যুবদলের পরিচয়ে দোকান দখলে গিয়ে হাতেনাতে ধরা শ্রমিক লীগ সদস্য 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৪
যুবদলের পরিচয়ে দোকান দখলে গিয়ে হাতেনাতে ধরা শ্রমিক লীগ সদস্য  আটক শ্রমিক লীগ সদস্য সোহেল রানা

ঢাকা: রাজধানীর মিরপুর-১ নম্বর চিড়িয়াখানা এলাকায় যুবদলের নাম ব্যবহার করে দোকান দখল করতে গিয়ে শ্রমিক লীগের এক সদস্য হাতেনাতে আটক হয়েছেন।

তার নাম সোহেল রানা।

উত্তর সিটির ৯৩ নং ওয়ার্ড শ্রমিক লীগের সদস্য তিনি।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করেন মহানগর উত্তর যুবদলের নেতারা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।  

মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ জানান, রাত ৯টার দিকে আমার কাছে খবর আসে মিরপুর-১ নম্বর চিড়িয়াখানা এলাকায় এক লোক যুবদলের পরিচয়ে দোকান দখল করছে। সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে গিয়ে তাকে হাতেনাতে আটক করি।

এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করলে জানায়, ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতি সুমন ঢালীর নির্দেশে তিনি যুবদলের পরিচয়ে দোকান দখল করতে এসেছিলেন। এ সময় তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।