ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান কর্তৃক ক্ষমা পাওয়া ৫৭ বাংলাদেশির মধ্যে ১৪ জন শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, শনিবার সন্ধ্যা ৭টা থেকে ১০টার মধ্যে ক্ষমাপ্রাপ্তদের মধ্যে ১৪ জন বাংলাদেশি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে ‘বিক্ষোভ প্রদর্শন’ করায় দেশটির ফেডারেল আদালতে সাজা পাওয়া ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এসব বাংলাদেশিদের ক্ষমা করেন। শিগগিরই তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে কোটা ইস্যুতে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি রাস্তায় বড় ধরনের বিক্ষোভ মিছিল করেছিল এসব বাংলাদেশিরা। সংযুক্ত আরব আমিরাতে অননুমোদিত বিক্ষোভ নিষিদ্ধ।
বিক্ষোভ করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫৭ বাংলাদেশিকে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দিয়েছিল সংযুক্ত আরব আমিরাতের আদালত। ৫৭ জনের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর ও একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২৪
এমইউএম/আরবি