ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আশ্বিন ১৪৩১, ০৩ অক্টোবর ২০২৪, ২৯ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পরিকল্পনা উপদেষ্টার সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৪
পরিকল্পনা উপদেষ্টার সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা: পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন।

রোববার (৮ সেপ্টেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুছি তমুহিদের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন ঊর্ধ্বতন প্রতিনিধি কমরি তাকাশি ও ঊর্ধ্বতন প্রতিনিধি ইয়ামাদা ইজি।

সাক্ষাতে জাইকা প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের সমর্থনের কথা জানান। বাংলাদেশে তাদের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে পরিকল্পনা উপদেষ্টাকে অবহিত করেন।

পরিকল্পনা উপদেষ্টা জাইকা প্রতিনিধিবৃন্দকে ধন্যবাদ জানান ও অতীতের মতো আগামী দিনগুলোয় জাপান বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন অংশীদার হিসেবে পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৪
এসএমএকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।