ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে হাজতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৪
গোপালগঞ্জে হাজতির মৃত্যু

গোপালগঞ্জ: ইলাহী সিকদার (২৫) নামে গোপালগঞ্জ জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে।  

ইলাহী জেলার কাশিয়ানী উপজেলার ফলসি গ্রামের মহি সিকদারের ছেলে।

রোববার (০৮ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

জেলা কারাগারের সুপার মো. আল মামুন জানান, গত ৪ সেপ্টেম্বর একটি মামলায় গ্রেপ্তারের পর ইলাহীকে জেলহাজতে আনা হয়। তার মামলা নম্বর-১৭, তারিখ-২২.০৮.২০২৪)। কিন্তু তিনি অসুস্থ থাকায় তাকে হাসপাতালে চিকিৎসা দিয়ে আবার জেলহাজতে আনা হয়। শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় আবার তিনি অসুস্থ হলে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান।  

হাসপাতালের চিকিৎসক বিচিত্র কুমার বিশ্বাস জানান, কী কারণে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২৪
এসআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।