ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর স্মার্টফোন চুরি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪
কক্সবাজারে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর স্মার্টফোন চুরি হাসনাত আব্দুল্লাহ

কক্সবাজার: কক্সবাজারের হোটেল-মোটেল জোনের একটি হোটেলে অবস্থানকালে চুরি হয়ে গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ব্যবহৃত স্মার্টফোন।  

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার কক্স সিলিটন নামে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে স্মার্টফোনটি চুরি হয়।

সেখানে বিশ্রাম নিচ্ছিলেন হাসনাত আব্দুল্লাহ।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে স্মার্টফোনটি উদ্ধারে কাজ করছে পুলিশ।

কক্সবাজার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক জানান, কক্সবাজারের পেকুয়া-চকরিয়ায় শহীদদের পরিবারের সঙ্গে দেখা করতে বুধবার (১১ সেপ্টেম্বর) সেখানে যান কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সেখান থেকে বৃহস্পতিবার ছাত্র-জনতার আলোচনা সভায় যোগ দিতে আসেন কক্সবাজার শহরে। সভার আগে শহরের কলাতলী হোটেল মোটেল জোনের কক্স সিলিটন নামে একটি হোটেলে বিশ্রাম নিচ্ছিলেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় সেখানে থেকে তার স্মার্টফোনটি চুরি হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, দুপুরে হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন তার ফোনটি চুরি হয়েছে। পুলিশ ফোন উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৪
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।