খুলনা: খুলনায় ঘর থেকে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় সৈয়দা গুলফার নাহার সেতারা (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে রূপসা উপজেলার নৈহাটী গোডাউন মোড় এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, গুলফার নাহার সেতারার একমাত্র ছেলে রায়হান শেখ আয়কর বিভাগে চাকরির সুবাদে ঢাকায় থাকেন। স্বামী শহিদুল শেখ সচিবালয়ে চাকরি করতেন, গত ৩-৪ মাস আগে মারা যান। এ কারণে গুলফার নাহার সেতারা বাসায় একা ছিলেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, গত ১২ সেপ্টেম্বর রাত ১০টার পর গুলফার নাহার সেতারা নিজ বাড়িতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে সন্ত্রাসীরা বাড়ির ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে সেতারাকে হাত পা বেঁধে মাথায় আঘাত করে। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণে সেতারা নিহত হয়। দুর্বৃত্তরা ঘরে থাকা আলমারি খুলে নগদ টাকা, স্বর্ণালংকারসহ দামি মালামাল লুট করে নিয়ে যায়। তবে কত টাকা ও কি কি মালামাল নিয়েছে তা সঠিকভাবে জানা যায়নি।
তিনি আরও বলেন, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৪
এমআরএম/জেএইচ