ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বাহুবলে জমি নিয়ে বিরোধ জেরে যুবককে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৪
বাহুবলে জমি নিয়ে বিরোধ জেরে যুবককে কুপিয়ে জখম

হবিগঞ্জ: জেলার বাহুবল উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে তপন সূত্রধর (৩০) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ লোকজন।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার স্নানঘাট ইউনিয়নের গাঙধার গ্রামে এ ঘটনা ঘটে।

আহত তপন গাঙধার গ্রামের মনোরঞ্জন সূত্রধরের ছেলে।

স্থানীয়রা জানায়, একই গ্রামের মৃত লীলমনি মনি সূত্রধরের ছেলে দীপক সূত্রধরদের সঙ্গে আহত তপনদের বাড়ির পেছনের রাস্তা নিয়ে বিরোধ ছিল। রোববার সকালে দীপক ও তার লোকজন রাস্তায় বেড়া দিতে যায়। পরে তপন বেড়া দিতে তাদের বাধা দেন। কাটাকাটির একপর্যায়ে তপনকে কুপিয়ে জখম করেন প্রতিপক্ষরা।

পরে এলাকাবাসী গুরুতর জখম অবস্থায় তপনকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আহত তপনের বড় ভাই চন্দন সূত্রধর বলেন, দীপক ও তার ভাই দিলীপ, অমিত, ইন্দ্রজিৎ, দীপকের ছেলে শিমুল পঞ্চায়েতি রাস্তায় বেড়া দিচ্ছিলেন। আমরা ভাই বাঁধা দেওয়ায় তারা আমার পরিবারের সদস্যদের মারধর করেন। এর আগেও তারা আমাদের ওপর একাধিকবার হামলা করেছেন।

বাহুবল মডেল থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) ওয়ালী উল্লাহ বাংলানিউজকে জানান, এ ঘটনার এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।