নরসিংদী: নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি আবু কালামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মাধবদী থানার উত্তর চরভাষানিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবু কালাম মাধবদী থানার উত্তর চরভাষানিয়া এলাকার আবু সিদ্দিকের ছেলে।
পুলিশ জানায়, জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামিদের গ্রেপ্তারে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নানের দিক নির্দেশনায় অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি আবু কালাম উত্তর চরভাষানিয়া এলাকার নিজ বাড়িতে অবস্থান করছে। পরে মাধবদী থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, আবু কালামের বিরুদ্ধে ২০২৩ সালের ২৯ ডিসেম্বর মাধবদী থানায় একটি হত্যা মামলা করা হয়। ওই মামলায় সে কারাগারে ছিল। গত ১৯ জুলাই নরসিংদী কারাগারে আক্রমণ এবং অস্ত্র লুটের ঘটনার পর সেখানে থাকা সব বন্দি পালিয়ে যায়। আবু কালাম ও তখন পালিয়ে যায়। আজকে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৪
জেএইচ