ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, হাতবোমা বিস্ফোরণে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
মাদারীপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, হাতবোমা বিস্ফোরণে যুবকের মৃত্যু ইকবাল

মাদারীপুর: মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় হাতবোমা বিস্ফোরণে ইকবাল ব্যাপারী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় উভয়পক্ষের আহত হয়েছে অন্তত ১০ জন।

এ ছাড়াও সংঘর্ষের সময় দুটি বসতঘরে অগ্নিসংযোগ, ২০টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।  

শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মাদারীপুর পৌরসভার চরমুগরিয়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত ইকবাল ব্যাপারী চরমুগরিয়া এলাকার সোলেমান বেপারীর ছেলে এবং একই বাজারে একজন কসমেটিক ব্যবসায়ী।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে চরমুগরিয়া এলাকায় ইকবাল বেপারীর মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পার্শ্ববর্তী জিহাদ হাওলাদারের (১৬)। এ ঘটনার জেরে আধিপত্য দেখাতে শনিবার সন্ধ্যায় চরমুগরিয়া বাজারে জাহিদ হাওলাদারের নেতৃত্বে হামলা চালানো হয়। এ সময় ইকবালের সমর্থকরা হামলা প্রতিরোধ করতে গেলে উভয়পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া সংঘর্ষ হয় ও একপর্যায়ে হাতবোমা বিস্ফোরণ ঘটনা ঘটে।  

বোমার আঘাতে ইকবালসহ গুরুতর আহত হন অন্তত ১০ জন। পরে ইকবালকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান ইকবাল।  

এর আগেই চরমুগরিয়া বাজারে নিহত ইকবালের দোকানসহ ২০টি দোকান, যুবলীগ নেতা ও জেলা পরিষদের সদস্য নাঈম খানের বসতঘর ও অফিস কক্ষে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ ছাড়াও দুটি ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়।  

খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি থমথমে থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধের আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।