ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

তিস্তায় ভেসে ছিল তরুণীর এসিডে ঝলসানো ও হাত বাঁধা মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
তিস্তায় ভেসে ছিল তরুণীর এসিডে ঝলসানো ও হাত বাঁধা মরদেহ তিস্তা নদীর পাড়

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিস্তা নদীতে ভাসমান অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মেহেদী রাঙানো হাত পিছমোড়া করে বাঁধা এবং মুখটি এসিডে ঝলসে দেওয়া।

 

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার মহিষখোচা ইউনিয়নের চৌরাহা মাদরাসা এলাকায় নদীতে ভাসমান মরদেহটি দেখে পুলিশে খবর দেন স্থানীয়া।  

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কৃষকরা কাজ করতে গিয়ে চৌরাহা মাদরাসা এলাকায় তিস্তা নদীর চরে আটকে থাকা এক তরুণীর (৩০) মরদেহ দেখতে পান। পরে খবর দেন আদিতমারী থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। উপস্থিত জনতা তার পরিচয় শনাক্ত করতে না পারলেও ধারণা করছেন উজান থেকে ভেসে এসেছে মরদেহটি।  

তরুণীর হাত মেহেদী রাঙানো এবং লেখা আছে আই লাভ ইউ। দুই হাত পেছন থেকে ওড়না দিয়ে বাঁধা এবং কালো রঙের বোরকা পরহিতা তরুণীর মুখ এসিড দিয়ে ঝলসে দেওয়া। ধারণা করা হচ্ছে ঘাতকরা তাকে মেরে হাত বেঁধে মুখ এসিডে ঝলসে দিয়েছে।  

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে তার পরিচয় শনাক্ত করতে বিভিন্ন স্থানে তথ্য পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।