ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেপ্তার

মৌলভীবাজার: শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে পালিয়ে থাকা ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিরা হলেন- শ্রীমঙ্গলের মনিপুরীপাড়ার কামাল হোসেনের ছেলে আসাদুর জামান ওরফে বিশাল আহমেদ (১৯), একই এলাকার মো. নুরুল ইসলামের ছেলে জালাল ভূইয়া, তার ভাই দুলাল ভূইয়া, একই এলাকার দুধা মিয়ার ছেলে লিটন মিয়া এবং শ্রীমঙ্গলের ইছবপুর এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে ছেলে মো. রাসেদ আলী।

রোববার (২২ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গতকাল শনিবার রাতে মৌলভীবাজার জেলা পুলিশ এম. কে. এইচ জাহাঙ্গীর হোসেনের সার্বিক দিকনির্দেশনায় ও সহকারী পুলিশ আনিসুর রহমানের তদারকিতে এবং শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এক গোপন অভিযান পরিচালিত হয়। এতে এসআই সুব্রত চন্দ্র দাস, এসআই নুরুজ্জামান, এসআই সুজন কান্তি পাল, এসআই শহিদুল ইসলাম, এসআই মিয়া নাসির উদ্দিন আহমেদ সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন। এ সময় এই পাঁচ আসামিকে গ্রেপ্তার করেন তারা।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
বিবিবি/এসএএইচ                                  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।