ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নড়িয়া প্রেসক্লাবের সভাপতি ইমন, সম্পাদক জাহাঙ্গীর 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
নড়িয়া প্রেসক্লাবের সভাপতি ইমন, সম্পাদক জাহাঙ্গীর  আব্দুল খালেক ইমন ও জাহাঙ্গীর ছৈয়াল

শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুল খালেক ইমনকে সভাপতি ও দৈনিক বাংলার নড়িয়া উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর ছৈয়ালকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

 

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নড়িয়া পৌর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে নড়িয়া প্রেসক্লাবের সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি পদে দৈনিক কালের কণ্ঠের নড়িয়া উপজেলা প্রতিনিধি মাহবুব আলম, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সোহাগ খান সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এশিয়ান টিভির রকি আহমেদ, দৈনিক ইনকিলাবের ইলিয়াছ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক পদে ভোরের খবরের নুরে আলম জিকু, দপ্তর সম্পাদক পদে আনন্দ টিভির জামাল হোসেন, অর্থ সম্পাদক পদে দৈনিক যায়যায়দিনের রাব্বি ছৈয়াল, ক্রীড়া সম্পাদক পদে দৈনিক গণমুক্তির সোহাগ খাকী নির্বাচিত হয়। এ ছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে পাঁচজনকে ও উপদেষ্টা হিসেবে তিনজনকে নির্বাচিত করা হয়।

সভায় দৈনিক নয়াদিগন্তের শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. বোরহান উদ্দিন রব্বানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, চ্যানেল আই ও বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি এস এম মজিবুর রহমান, এনটিভির জেলা প্রতিনিধি আব্দুল আজিজ শিশির, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি এম এ ওয়াদুদ, বিটিভির জেলা প্রতিনিধি মফিজুর রহমান রিপন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।