ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভৈরবে সেনাবাহিনীর অভিযানে ৪২ শিক্ষার্থী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
ভৈরবে সেনাবাহিনীর অভিযানে  ৪২ শিক্ষার্থী আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বিভিন্ন রেস্তোরাঁ ও কফি হাউসে অভিযান পরিচালনা করেছেন সেনা সদস্যরা। এসময় অনৈতিক কাজের অভিযোগে ৪২ শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার মানিকদী ও কুলিয়ারচর সংযোগ জিল্লুর রহমান সেতু এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন ভৈরব সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্নেল ফারহানা আফরিন। এসময় অন্যান্য সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল-কলেজ ফাঁকি দিয়ে উপজেলার বিভিন্ন রেস্তোরাঁ ও কফি হাউজে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের বিরুদ্ধে। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার মানিকদী ও কুলিয়ারচর সংযোগ জিল্লুর রহমান সেতু এলাকার বেশ কয়েকটি রেস্তোরাঁ ও কফি হাউসে সেনাবাহিনীর সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন।  

এসময় রেস্তোরাঁ ও কফি হাউসগুলোর প্রতিটি কক্ষ কাপড় দিয়ে ঘেরা অবস্থায় ছিল। সেখানে অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ৪২ শিক্ষার্থীকে (ছাত্র-ছাত্রী) আটক করা হয়। পরবর্তীতে মুচলেকা নিয়ে অভিভাবকদের কাছে ওই শিক্ষার্থীদের হস্তান্তর করা হয়।  

পাশাপাশি অপ্রয়োজনীয় ও অনৈতিক কার্যকলাপে ব্যবহৃত কাপড়ের পর্দাগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও রেস্তোরাঁ ও কফি হাউসের মালিকদেরকে পর্দা ব্যবহারে বিধিমালাও প্রদান করা হয়।

ভৈরব সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্নেল ফারহানা আফরিন জানান, ছাত্রছাত্রীদের অভিভাবকসহ সবার মুচলেকা গ্রহণ করে তাদেরকে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। রেস্তোরাঁ ও কফি হাউসের মালিকদেরকে পরবর্তীতে এ ধরনের কোনো অনৈতিক কার্যকলাপ পরিচালনা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।