ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যুবলীগ নেতার হামলায় বিদ্যুৎ কর্মকর্তাসহ আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
যুবলীগ নেতার হামলায় বিদ্যুৎ কর্মকর্তাসহ আহত ১০

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে যুবলীগ নেতার হামলায় বিদ্যুৎ কর্মকর্তাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মহিষখোচা বাজারে এ হামলার ঘটনা ঘটে।

এঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতা জিন্নাত আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জিন্নাত আলী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া গ্রামের নুরল হকের ছেলে। তিনি মহিষখোচা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।  

মামলার এজাহারে জানা যায়, যুবলীগ নেতা জিন্নাত আলী দীর্ঘ দিন ধরে দলীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে মহিষখোচা বাজারে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে ওয়ার্কশপ ও বাজারের ১৫/২০টি দোকানে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যবসা করে আসছেন। মেইন লাইনে হুক লাগিয়ে এ সংযোগ নেন যুবলীগ নেতা। এর আগে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার প্রস্তুতি নিলে দলীয় প্রভাবে তা করতে পারেনি পল্লী বিদ্যুৎ সমিতি আদিতমারী জোনাল অফিস।  

সোমবার দুপুরে পল্লী বিদ্যুৎ সমিতির আদিতমারী জোনাল অফিসের প্রশাসনিক কর্মকর্তা শাহ জালালের নেতৃত্বে নয়জনের একটি দল যুবলীগ নেতার অবৈধ সংযোগের বিষয়টি তদন্ত করতে যান। এসময় অবৈধ সংযোগের বিষয়টি বুঝতে পেয়ে বিদ্যুৎ কর্মকর্তাদের ওপর রড, লাঠিসোঁটা নিয়ে অতর্কিতভাবে হামলা চালায় যুবলীগ নেতা জিন্নাত আলী। এক পর্যায়ে পাশের দোকানে আত্মরক্ষা করলে সেখানে তাদের অবরুদ্ধ করে রাখেন তিনি। এতে বিদ্যুৎ অফিসের নয়জন এবং যুবলীগ নেতার ভাই এরশাদ আলী বিবাদ মিটাতে গিয়ে আহত হন।  

খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ও সেনা সদস্যরা গিয়ে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারীদের উদ্ধার করে আদিতমারী হাসপাতালে পাঠান। এঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে যুবলীগ নেতা জিন্নাত আলীকে গ্রেপ্তার করে পুলিশ। আহতদের মাধ্যমে সহকারী জুনিয়র প্রকৌশলী অন্নদা প্রসাদ রায় (৩১) ও সেলিম রেজা (৪৫) হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিলেও বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।  

এ ঘটনায় আদিতমারী জোনাল অফিসের প্রশাসনিক কর্মকর্তা শাহ জালাল বাদ হয়ে যুবলীগ নেতা জিন্নাত আলী ও তার ছেলে রুবেল মিয়ার (১৯) নামসহ অজ্ঞাত ৬/৭ জনের বিরুদ্ধে সরকারি কাজে বাঁধাসহ কয়েকটি ধারায় আদিতমারী থানায় একটি  মামলা দায়ের করেন।  

হাসপাতালে আহতদের দেখতে আসা আদিতমারী জোনাল অফিসের জোনাল ম্যানেজার আইয়ুব আলী বলেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে যুবলীগ নেতার হামলায় নয়জনের দলের সবাই আহত হয়েছেন। আমরা মামলা করেছি। আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।  

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মূলহোতা জিন্নাত আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।