ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অধিবেশনে যোগ দেওয়ায় ইউনূসকে জাতিসংঘের সমন্বয়কের শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
অধিবেশনে যোগ দেওয়ায় ইউনূসকে জাতিসংঘের সমন্বয়কের শুভেচ্ছা ড. মুহাম্মদ ইউনূস

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান করায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লুইস লিখেছেন, বাংলাদেশ এ বছর জাতিসংঘের সঙ্গে তার ৫০ বছরের সম্পর্ক উৎযাপন করছে।

এটি একটি ঐতিহাসিক মুহূর্ত যখন আমরা আবার তরুণদের কণ্ঠস্বর শোনার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি।

 বাংলাদেশ জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর।

জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে এক সংবর্ধনার আয়োজন করবেন।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধি দলের প্রধানদের উপস্থিত থাকার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৪
এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।