ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নীলক্ষেতে ২ মাদক কারবারি গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
নীলক্ষেতে ২ মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর নীলক্ষেত এলাকা থেকে বিদেশি মদ (হুইস্কি) ও বিয়ারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, ইমরান হোসেন রাজ ও বশির।

অভিযানে তাদের হেফাজত থেকে দুই বোতল হুইস্কি, ৪৯ ক্যান বিয়ার ও দুইটি মোবাইল উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত একটি স্কুটিও জব্দ করা হয়।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।  

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. ওবায়দুর রহমান বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।  

তিনি জানান, মঙ্গলবার দিনগত রাতে নিউমার্কেট ক্রসিংয়ে সেনাবাহিনীর সাথে যৌথভাবে চেকপোস্ট ডিউটি করছিল থানার একটি টিম। ভোরে নীলক্ষেত ইসলামিয়া বই মার্কেট বণিক সমিতির সামনে একটি স্কুটিকে সন্দেহ হলে থামার জন্য সংকেত দেওয়া হয়। সংকেত অমান্য করে না থেমে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুই আরোহীকে গ্রেপ্তার করা হয়। পরে স্কুটিতে থাকা একটি বস্তা তল্লাশি করে দুই বোতল হুইস্কি ও ৪৯ ক্যান বিয়ার  উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিরা উদ্ধারকৃত মাদক বিক্রির জন্য স্কুটিতে করে নিয়ে যাচ্ছিন। তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
এসজেএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।