ঢাকা, শুক্রবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ছুরিকাঘাতে অটোরিকশাচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৪
বগুড়ায় ছুরিকাঘাতে অটোরিকশাচালক নিহত

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় ছুরিকাঘাতে আফসার আলী (৫০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।

এ সময় স্থানীয় জনগণ ছুরিকাঘাত করার অভিযোগে রেজাউল (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশে দেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার খরনা ইউনিয়নের কলমাচাপর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আফসার আলী ওই গ্রামের সফর উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আফসার আলী বাড়ি থেকে বের হয়ে খরনা বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে কলমাচাপর গ্রামের রাস্তায় একই গ্রামের আবু খায়েরের ছেলে রেজাউল তার পথরোধ করে পেটে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনা জানাজানি হলে গ্রামের লোকজন রেজাউলকে ধরে ফেলে ও মারপিট করে। খবর পেয়ে পুলিশ পৌঁছে রেজাউলকে উদ্ধারসহ আটক করে হাসপাতালে ভর্তি করে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, স্থানীয়রা জানান রেজাউল মাদকাসক্ত এবং মানসিক রোগী। এর আগেও সে দুইজনকে ছুরিকাঘাত করেছেন ৷ আফসার আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রেজাউলকে আটক করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৪
কেইউএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।