ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে ব্যাংক কর্মচারীর টাকা ছিনতাই 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৪
সিলেটে ব্যাংক কর্মচারীর টাকা ছিনতাই 

সিলেট: সিলেটে অস্ত্রের মুখে ব্যাংক কর্মচারীর কাছ থেকে এক লাখ ৪০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।  

মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী ওভার ব্রিজের সামনে এ ঘটনা ঘটে।

ব্যাংক কর্মচারী শাহীন আহমদ জেলার গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের মাসুক মিয়ার ছেলে। তিনি আরাফাহ ইসলামী ব্যাংক গোলাপগঞ্জ শাখার অফিস সহকারী।  

ভুক্তভোগী শাহিন আহমদ জানান, আল আরাফাহ ইসলামী ব্যাংক লালদিঘীরপাড় শাখা থেকে ব্যাংকের এক লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করেন। পরে তিনি গোলাপগঞ্জ যাওয়ার উদ্দেশে সিএনজিচালিত অটোরিকশা করে কদমতলী ওভারব্রিজের সামনে যান। সেখানে তিনটি মোটরসাইকেলে করে ছয় ব্যক্তি ধারালো অস্ত্রের মুখে তার কাছ থেকে টাকা ছিনতাই করে শিববাড়ির দিকে পালিয়ে যায়। এ সময় সবার মাথায় হেলমেট ও মাস্ক পরা ছিল।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বাংলানিউজকে জানান, এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি মামলার প্রস্তুতি নিচ্ছেন। আমরা তাকে নিয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। ছিনতাইকারীদের শনাক্তে কাজ করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৪
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।