ঢাকা: গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে র্যাব।
রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, গত ৫ আগস্ট রাজশাহী বাগমারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের ঘটনায় রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতন হয়। ওই আন্দোলন চলাকালে রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদের নেতৃত্বে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সশস্ত্র হামলা চালায়। হামলার সময় কয়েকজনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। এছাড়া ওই সময় তাদের হত্যার উদ্দেশে গুলি চালানো এবং ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
ওসি বলেন, এ ঘটনায় সাবেক এমপি আবুল কালাম আজাদসহ আওয়ামী লীগের কয়েকশ’ নেতা-কর্মীর নামে বাগমারা থানায় পৃথকভাবে মোট ছয়টি মামলা হয়েছে। এ মামলায় সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মণ্ডল, গোয়ালকান্দি ইউপির চেয়ারম্যান আলমগীর সরকার, শ্রীপুর ইউপির চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা ও হামিকুৎসা ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এরপর মঙ্গলবার (১ অক্টোবর) রাতে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৪
এমএমআই/এইচএ/