ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কুয়াকাটা সৈকতে বাঁচাও বলেই জ্ঞান হারিয়ে ফেলেন হাত-পা বাঁধা যুবক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৪
কুয়াকাটা সৈকতে বাঁচাও বলেই জ্ঞান হারিয়ে ফেলেন হাত-পা বাঁধা যুবক

পটুয়াখালী: জেলার কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে হাত পা বাঁধা অজ্ঞান অবস্থায় জসিম উদ্দিন (২৩) নামে এক যুবককে উদ্ধার করছে স্থানীয় জেলেরা।

গতকাল বুধবার (২ অক্টোবর) রাতে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড মাঝিবাড়ি সংলগ্ন সমুদ্র সৈকত থেকে তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসা হয়।

উদ্ধারকৃত যুবক জসিম উদ্দিনের বাড়ি মির্জাগঞ্জ উপজেলার মাধবদি ইউনিয়নের কাঠালতলী গ্রামে বলে জানিয়েছেন স্থানীয় জেলেরা। তার বাবার নাম শাহ আলম।  

স্থানীয় ভ্যানচালক কবির হোসেন বলেন, জেলেরা মাছ ধরে সমুদ্র থেকে তীরে ফেরার সময় জসিম উদ্দিন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। আমরা পাগল ভেবে কাছে গিয়ে দেখি সৈকতে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবক পড়ে আছে। আমরা তাকে দ্রুত উদ্ধার করি, তার পরিচয় জিজ্ঞেস করার পরই যুবক অজ্ঞান হয়ে পড়েন।  

জসিম উদ্দিনের মা বিলকিস বেগম মোবাইল ফোনে জানান, তার ছেলে গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করে। মঙ্গলবার (১ অক্টোবর) রাত ৮টার দিকে সে বাড়িতে আসার উদ্দেশে গাড়িতে ওঠে। ‌ এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ হয়নি। মোবাইল ফোনটি বন্ধ ছিল। এখন শুনতে পেলাম সে কুয়াকাটা হাসপাতালে আছে। আমরা এখনই আসতেছি।  

কুয়াকাটা হাসপাতালের চিকিৎসক ডা. মুমসাদ সায়েম পুনম বলেন, সন্ধ্যার পরে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন জেলেরা। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন ইনচার্জ আ. খালেক জানান, খবর পেয়ে আমরা দ্রুত হাসপাতালে চলে যাই। আমাদের সদস্যরা সেখানে তদারকি করছে, পরিবারের ইচ্ছে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।