ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আশ্বিন ১৪৩১, ০৩ অক্টোবর ২০২৪, ২৯ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অনলাইনে ২৩ দিনে ৫০ হাজার আয়কর রিটার্ন দাখিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৪
অনলাইনে ২৩ দিনে ৫০ হাজার আয়কর রিটার্ন দাখিল

অনলাইন ব্যবহার করে আয়কর রিটার্ন দেওয়ার নতুন সিস্টেম চালু করার পর ৫০ হাজার করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন।  

বৃহস্পতিবার (৩ অক্টোবর) এই তথ্য জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ মুমেন।

 

২০২৪-২৫ করবর্ষের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজীকরণ করতে জাতীয় রাজস্ব বোর্ড ৯ সেপ্টেম্ব হতে অনলাইন রিটার্ন দাখিলের এ সিস্টেম করদাতাদের জন্য উন্মুক্ত করে। জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজে নিজের রিটার্ন তৈরি করে অনলাইনে দাখিল করার ব্যবস্থা রাখা হয়।

এ সিস্টেম হতে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট(ডেবিট/ক্রেডিট কার্ড) ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করদাতাগণ কর পরিশোধ করা যাচ্ছে। পাশাপাশি দাখিলকৃত রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্টের সুবিধা রয়েছে।  

আয়কর দাখিল সম্পর্কিত সংক্রান্ত যেকোন সমস্যায় করদাতাদের সহায়তা প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের কলসেন্টারেও ফোন করে সমস্যার সমাধান করতে পারছেন।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২৪
জেডএ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।