ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাংশায় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২৪
পাংশায় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার

রাজবাড়ী: রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় অস্ত্রসহ তিনজন সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

শনিবার (৫ অক্টোবর) ভোরে পাংশা আর্মি ক্যাম্প সদস্য ও পাংশা থানার পুলিমের একটি দল সরিষা ইউনিয়নের বহোলাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে একটি রাইফেল, একটি পিস্তল এবং তিনটি কার্তুজ জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. সজল শেখ (২৫), আলেক মণ্ডল (৫০) এবং জিহাদ মণ্ডল (১৯)।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত সরকার বলেন, ভোর রাতে পাংশা থানা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত সজলের নামে একটি অস্ত্র, তিনটি ডাকাতি প্রস্তুতির মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে। এ ব্যাপারে সেনাবাহিনী আসামি গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে পুলিশকে সহযোগিতা করেছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্ট, অক্টোবর ৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।