ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

‘দ্রুত সময়ের মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা দ্রুত তুলে নেওয়া হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৪
‘দ্রুত সময়ের মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা দ্রুত তুলে নেওয়া হবে’

খাগড়াছড়ি: পর্যটকদের পাহাড়ে ভ্রমণে বিরত থাকার যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা দ্রুত সময়ের মধ্যে তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পরিষদের কমিউনিটি সেন্টারে সম্প্রীতি সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, সাম্প্রদায়িক ঘটনার সাথে যারা জড়িতদের বিচারের আওতায় আনা হবে। নিজেদের হাতে আইন তুলে না নিতেও তিনি অনুরোধ জানান।

মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার জেরে দীঘিনালায় সহিংস ঘটনার ক্ষতিগ্রস্তদের ২৫ হাজার টাকা কর, ভাঙচুরে ক্ষতিগ্রস্তদের ২০ হাজার টাকা করে এবং নিহত ধনরঞ্জন চাকমাকে এক লাখ টাকা দেওয়ার পাশাপাশি খাদ্যশস্য সহায়তা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২৪
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।