ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিচ্ছিন্ন ঘটনায় ১১ মামলা, গ্রেপ্তার ১৭: আইজিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৪
বিচ্ছিন্ন ঘটনায় ১১ মামলা, গ্রেপ্তার ১৭: আইজিপি

ঢাকা: বিচ্ছিন্ন ঘটনায় গত ১১ দিনে সারা দেশে ৩৫টি ঘটনায় ১১টি মামলা হয়েছে। বাকি ঘটনাগুলোয় ২৪টি জিডি হয়েছে।

এর মধ্যে চারটি ছিল চুরির ঘটনা। ভাঙচুর ও অন্যান্য ছিল ২০টি।

এসব ঘটনায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী মাঠে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

আইজিপি ময়নুল ইসলাম বলেন, সারা দেশে ৩২ হাজারের অধিক পূজামণ্ডপে পূজা হচ্ছে। ১ অক্টোবর থেকে আজ পর্যন্ত ৩৫টি ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনায় জিডি অথবা মামলা হয়েছে। শুধু মাত্র রিপোর্ট হলেও আমরা ব্যবস্থা নিয়েছি।  

তিনি বলেন, বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনায় গত ১১ দিনে ১১টি মামলা হয়েছে। বাকি ঘটনাগুলোয় ২৪টি জিডি হয়েছে। এর মধ্যে চারটি ছিল চুরির ঘটনা। ভাঙচুর ও অন্যান্য ২০ ঘটনায় জিডি হয়েছে। এসব ঘটনায় আমরা ১৭ জনকে গ্রেপ্তার করেছি।  

চট্টগ্রামে মণ্ডপে ইসলামি সংগীত পরিবেশন নিয়ে জানতে চাইলে আইজিপি বলেন, অভিযান চালিয়ে আমরা দুজন গ্রেপ্তার করেছি। ওই ঘটনায় কোন উদ্দেশ্য ছিল কি না, তদন্ত সাপেক্ষ বিষয়। অনেক সময় স্থানীয়ভাবে কিছু ঘটনা ঘটে থাকে।  

তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপসহ যেকোনো জায়গায় স্থান, কাল ও পাত্রভেদে আমাদের কাজ করতে হবে। যদি ব্যত্যয় ঘটে, তাহলে সেখান থেকে বড় ঘটনা ঘটতে পারে। তা যেন না ঘটে।  

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৪
এমএমআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।