ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নলডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
নলডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

নাটোর: নাটোরের নলডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে মো. আব্দুল্লাহ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

বুধবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার নলডাঙ্গা পৌরসভার হলুদঘর গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু আব্দুল্লাহ ওই গ্রামের মো. সোহেল রানা মরুর ছেলে।

নলডাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, নিজ বাড়ির আঙ্গিনায় খেলা করছিল শিশুটি। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় সে। পরে পরিবারের লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। এরপর পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে স্বজনরা।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, পানিতে ডুবে শিশুটির মৃত্যুর বিষয়টি শুনেছি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।