ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দর্শনায় ২ কোটি টাকার সাপের বিষ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
দর্শনায় ২ কোটি টাকার সাপের বিষ জব্দ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে অভিযান চালিয়ে মহানন্দা এক্সপ্রেস থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৩০০ গ্রাম সাপের বিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি।

বিজ্ঞপ্তিতে থেকে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ১টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশন দিয়ে মহানন্দা এক্সপ্রেসের মাধ্যমে বিষাক্ত সাপের বিষ পাচার হবে। গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের অধীনস্থ হাবিলদার মো. মুরাদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা হল্ট স্টেশনে অবস্থান নেন। পরে সীমান্ত পিলার ৭৫/৩-এস থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দর্শনা রেল স্টেশনে রাজশাহী থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেসে বিশেষ অভিযান পরিচালনা করেন। বিজিবি সশস্ত্র টহলদল মহানন্দা এক্সপ্রেসের ৪ নম্বর বগির লাগেজ ক্যারিয়ারের ওপর একটি প্লাস্টিকের ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পায়। পরে ব্যাগটি তল্লাশি করলে তিনটি কাচের বোতল পাওয়া যায়। যাতে ছিল বিষাক্ত সাপের ৩০০ গ্রাম বিষ। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা।

এ বিষয়ে চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।