ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশের ৮০ কর্মকর্তার পদায়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
পুলিশের ৮০ কর্মকর্তার পদায়ন

ঢাকা: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৮০ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

একটি প্রজ্ঞাপনে ৪৮ জন এবং অপর প্রজ্ঞাপনে ৩২ জনকে পদায়নের বিষয়ে জানানো হয়েছে।  

যাদের পদায়ন করা হয়েছে, এসব কর্মকর্তাদের মধ্যে ৫২ জন সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ছিলেন। তারা পুলিশ সুপার (এসপি) পদে দায়িত্ব পালন করছিলেন। বদলির পর এখন তারা অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার দায়িত্ব পালন করবেন।
 
বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।