ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৪
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ১২টা ৪৩ মিনিটে এ ভূমিকস্প অনুভূত হয়।

 

ভূমিকম্প পর্যবেক্ষণ ওয়েবসাইট ভলকানো ডিসকভারি এ তথ্য নিশ্চিত করে জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকার ৪১ কিলোমিটার দক্ষিণে এবং গভীরতা ছিল ১০ কিলোমিটার।  

এ ভূকম্পন শুধুমাত্র ঢাকা ছাড়াও বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অনুভূত হয়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১, যা সাধারণত হালকা কম্পন হিসেবে বিবেচিত হয়।  

এর আগে ৬ সেপ্টেম্বর রাতে রংপুর ও আশপাশের এলাকাগুলোতে মৃদু ভূকম্পন হয়েছিল, যা কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

বাংলাদেশ সময়: ০৮১৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।