ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত প্রতীকী ছবি

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় বাসের ধাক্কায় শহিদুল ইসলাম (৪৩) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।  

শনিবার (১৯ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের গাঁড়ই এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শহিদুল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিনাথপুর গ্রামের মঈন উদ্দিনের ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। তিনি মোটরসাইকেল যোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাড়িতে যাচ্ছিলেন। পথে দুপুর পৌনে ১২টার দিকে শেরপুরে পৌঁছলে গাঁড়ই এলাকায় অজ্ঞাতপরিচয়ের যাত্রীবাহী একটি বাস তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কের ওপর পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন বলেন, মরদেহটি উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
কেইউএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।