ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাগুরায় হয়ে গেল ঐতিহ্যবাহী কবিগানের আসর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
মাগুরায় হয়ে গেল ঐতিহ্যবাহী কবিগানের আসর কবি গানের আসর।

মাগুরা: কবির গানের সুর আর ছন্দের তালে তালে কাঁসর, বাঁশি আর ঢোলের তালে বাদ্যযন্ত্রের মধ্য দিয়ে মাগুরায় হয়ে গেল ঐতিহ্যবাহী কবি গানের আসর গ্রামীনমেলা।  

দুইজন কবিয়াল যুক্তির ছন্দে বাদ্যযন্ত্রের তালে তালে কবিগান পরিবেশন করেন।

ভক্তরা চারপাশে বসে সেই কবিগান শোনেন।

শনিবার (১৯ অক্টোবর) শ্রীপুর উপজেলা বৈঠাখালি গ্রামে বসে কবি গানের আসর।  কবি গান পরিবেশন করেন খুলনা বটিয়াঘাটা কবি শ্যামল সরকার ও স্বরূপ সরকার। গুরু ও শিষ্য বিষয়ের ওপর ভক্তদের মাঝে কবি গান পরিবেশন করেন তারা। এ সময় নারী পুরুষ ভক্তরা কবিগান শ্রবণ করেন।

দুই কবিয়ালের বিষয়ভিত্তিক বাগযুদ্ধ, তর্ক, বিতর্কে মুগ্ধ দর্শকরা। কবি গানের এমন দৃশ্য এখনো অনেকইটা অতীত। সময়ের বিবর্তনে এমন অনেক লোকজ উৎসব হারিয়ে গেলেও শেকড় সন্ধানী কিছু মানুষ সেই স্মৃতিকে ধরে রেখেছে। শত বছরের ঐতিহ্যকে ধরে রাখতে হিন্দু ধর্মাবম্বলীদের লক্ষ্মীপূজার পর দিন বৈঠাখালী গ্রামে বসে কবিগানের আসর।

আয়োজক কমিটির সভাপতি নিশিকান্ত বিশ্বাস বলেন, এক সময় জারি সারি কবিগানের খুব কদর ছিল মানুষের মধ্যে। ঢোলক, বেহালা, জুড়ি, কাশি আর হারমোনিয়ামের সুরসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের বাজনা বিমোহিত করত সবাইকে। আধুনিক সভ্যতায় মানুষ ভুলতে বসেছে জারি, সারি আর এই কবিগান। দুই কবিয়াল শ্যামল সরকার ও স্বরূপ সরকারের যুক্তি তর্কে মুগ্ধ হন শ্রেতা-দর্শক।

তিনি আরও বলেন, জেলাসহ আশপাশের মানুষ কবিয়ালদের যুক্তিতর্ক শোনার কাউকে নিমন্ত্রণ করতে হয় না। এ সময় এলেই হাজার হাজার মানুষ কবিয়ালদের কবি গান শোনার জন্য আসেন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।