ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লোহাগড়ায় ছাত্র-জনতার কর্মসূচিতে হামলার মামলায় ১১ আসামি কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
লোহাগড়ায় ছাত্র-জনতার কর্মসূচিতে হামলার মামলায় ১১ আসামি কারাগারে

নড়াইল: নড়াইলের লোহাগড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে হামলার মামলায় ১১ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ সময় অপর দুজনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২০ অক্টোবর) দুপুরে আসামিরা লোহাগড়া আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে, গত ০৪ আগস্ট লোহাগড়া উপজেলা শহরের সিঅ্যান্ডবি চৌরাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হামলা চালায়। এতে কর্মসূচি পালনরত বিএনপি নেতা-কর্মীসহ অনেক ছাত্র-জনতা আহত হন।

ওই ঘটনায় শহিদুল মল্লিক নামে এক বিএনপি নেতা হামলায় জড়িত আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের ১০২ জনের নামে গত ১৬ সেপ্টেম্বর লোহাগড়া থানায় মামলা দায়ের করেন।  

এ মামলার ১৩ জন আসামি রোববার (২০ অক্টোবর) আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে। আদালত জামিনের পক্ষে-বিপক্ষে আসামি ও রাষ্ট্র পক্ষের কৌঁসুলিদের দীর্ঘ যুক্তিতর্ক শেষে দুজনের জামিন মঞ্জুর করে বাকি ১১ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ মামলার বাকি আসামিরা এখনও পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।