ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাড্ডায় পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
বাড্ডায় পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেপ্তার পারভেজ

ঢাকা: রাজধানীর বাড্ডা থেকে পেশাদার সশস্ত্র ছিনতাইকারী চক্রের অন্যতম এক সদস্য মো. পারভেজ (২৯) নামে একজনকে
দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।  

সোমবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে রাজধানীর উত্তর বাড্ডার হাজীপাড়া এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু, একটি ছুরি ও ছয়টি মোবাইল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বাড্ডা থানা সূত্রের বরাত দিয়ে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উত্তর বাড্ডার হাজীপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে পারভেজকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তার সাথে থাকা অন্য দুইজন সদস্য পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেপ্তার পারভেজ ও পলাতক মো. শফিক হাওলাদার (২৯) ও ফয়সাল (২৩) এর বিরুদ্ধে বাড্ডা থানায় মঙ্গলবার একটি মামলা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার পারভেজের বিরুদ্ধে বাড্ডা, ভাটারা ও গুলশান থানায় মাদক, চুরি, ছিনতাই, ডাকাতির চেষ্টা ও হত্যা চেষ্টার ১২টি মামলা রয়েছে। আসামিকে বাড্ডা থানার মামলায় আদালতে পাঠানো হয়েছে। ছিনতাইয়ের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।