ঢাকা, বুধবার, ২০ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র খোকন গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র খোকন গ্রেপ্তার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. আব্দুল কাইয়ুম খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা সদরের নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।  

গ্রেপ্তার মো. আব্দুল কাইয়ুম খোকন জেলার হোসেনপুর উপজেলা সদরের আড়াইবাড়িয়া এলাকার মৃত কেরামত আলী ব্যাপারীর ছেলে। তিনি হোসেনপুর পৌরসভার দুইবার মেয়র নির্বাচিত হন এবং কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলেন।  

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে কিশোরগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলার আসামি হিসেবে মো. আব্দুল কাইয়ুম খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০০২৯ ঘণ্টা, ২৩ অক্টোবর, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।