ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লেবানন থেকে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন আরো ৬৫ জন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
লেবানন থেকে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন আরো ৬৫ জন

ঢাকা: লেবানন থেকে দ্বিতীয় দফায় ঢাকায় ফিরবেন আরো ৬৫ জন প্রবাসী।

বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় এসব বাংলাদেশি বিমানযোগে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

লেবানন থেকে তারা প্রথমে জেদ্দায় পৌঁছাবেন। জেদ্দা থেকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় ফিরবেন এই প্রবাসীরা।

লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিরা আতঙ্কে রয়েছেন। অনেকেই  আশ্রয় কেন্দ্র কিংবা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। এসব প্রবাসীদের ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে দ্বিতীয় দফায় ফিরছেন ৬৫ জন বাংলাদেশি।

প্রথম ধাপে ২১ অক্টোবর ৫৪ জন প্রবাসী বাংলাদেশি বৈরুত থেকে দেশে ফেরত আসেন।

তৃতীয় ধাপে আগামীকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আরো ৩১ বাংলাদেশির দেশে ফেরার কথা রয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, লেবাননে ৭০ হাজার থেকে এক লাখ বাংলাদেশি অবস্থান করছেন। এর মধ্যে এক হাজার ৮০০ জনের মতো দেশে ফেরত আসার জন্য রেজিস্ট্রেশন করেছেন। যারা রেজিস্ট্রেশন করেছেন, তাদের মধ্যে ১৬৭ জনের লিগ্যাল ডকুমেন্টস (বৈধ কাগজ) রয়েছে, ১৬২৩ জন আনডকুমেন্টেড (অবৈধ)। আইওএম ২০০জনকে চার্টার্ড ফ্লাইটে ফেরত আনার জন্য কাজ করছে।  

অন্যদের জন্য সরকার ফ্লাইটের ব্যবস্থা করছে, প্রতিদিন প্রায় ৫০ জনের মতো আসতে পারবেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
টিআর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।