ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শাহরাস্তিতে পুলিশ দেখে পানিতে ঝাঁপ, সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
শাহরাস্তিতে পুলিশ দেখে পানিতে ঝাঁপ, সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তিতে গ্রেপ্তার এড়াতে পুলিশ দেখে দীঘির পানিতে ঝাঁপ দিয়ে ছফিউল্লাহ ওরফে ছবুর (৫৫) নামে মাদক মামলার এক সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে শাহরাস্তি মাজার দীঘিতে স্থানীয়রা জাল ফেলে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

ছবুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্রীপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, একটি মামলায় ছয় মাসের সাজা পরোয়ানা থাকায় শাহরাস্তি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাদ্দাম হোসেন নিয়ে তাকে গ্রেপ্তারে অভিযান চালায়। পরে পুলিশ দেখে মাজারের দীঘিতে ঝাঁপ দেন ছফিউল্লাহ। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধারে পুলিশও পানিতে ঝাঁপ দেয়। কিন্তু তিনি পানিতে তলিয়ে যান। এক পর্যায়ে এলাকার লোকজন দীঘিতে জাল ফেলে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।

পৌরসভার ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী আ. কুদ্দুস রানা জানান, বিকেলে এলাকার লোকজন এবং নিহত ছফিউল্লাহ সহ অন্য ঘটনার সমাধানে বৈঠকে বসেন। ছফিউল্লাহ বৈঠক থেকে বের হলে পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চালায়। পুলিশ দেখে পুকুরে ঝাঁপ দিলে পানির নিচে তলিয়ে যান তিনি।

পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এলাকাবাসী নৌকা ও জাল ফেলে ছফিউল্লাহকে উদ্ধারের চেষ্টা চালায়। একপর্যায়ে মাছ ধরার জাল দিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, ছফিউল্লাহ মাদক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি পুলিশ দেখেই দীঘিতে ঝাঁপ দেন। সেখানে তিনি পানিতে তলিয়ে যান। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।