ঢাকা, শনিবার, ০ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কক্ষের তালা ভেঙে খাদ্যবান্ধব কর্মসূচির চাল চুরি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
কক্ষের তালা ভেঙে খাদ্যবান্ধব কর্মসূচির চাল চুরি

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জের দক্ষিণ উলানিয়া ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ৫৮ বস্তা চাল চুরির অভিযোগ উঠেছে। খবর পেয়ে বুধবার (২৩ অক্টোবর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন থানা পুলিশের সদস্যরা।

সেই সঙ্গে বিষয়টি খতিয়ে দেখার কথা জানান তারা।

ডিলার আব্দুল গনি বয়াতি জানান, গত মঙ্গলবার সকালে মেহেন্দিগঞ্জ উপজেলা খাদ্য গুদাম থেকে তার আওতাধীন ৫২৪ জন কার্ডধারীর জন্য ৩০ কেজি করে বরাদ্দ করা ১৫ টন ৭২০ কেজি চাল বুঝে নেন। এরপর সেই চাল উলানিয়ার আশা গ্রামের কেসিনি কিন্ডারগার্টেনে নিয়ে এসে ট্যাগ অফিসারের উপস্থিতিতে বিতরণ শুরু করেন।

তিনি জানান, মঙ্গলবার সারা দিনে ৪৬৬ কার্ডধারী চাল বুঝে নিলেও বাকি ৫৮ জন উপস্থিত হননি। পরে তাদের জন্য বরাদ্দ করা এক টন ৭৪০ কেজি চাল (৫৮ বস্তা) পরের দিনের জন্য কিন্ডারগার্টেনের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। তবে বুধবার সকালে গিয়ে ওই কক্ষের দরজার তালা ও চৌকাঠ ভাঙা থাকতে দেখা যায়। ভেতরে ঢুকে চালের অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি।

ডিলার আব্দুল গনি বয়াতি বলেন, রাতের আঁধারে কে বা কারা তালা ও দরজার চৌকাঠ ভেঙে ৫৮ বস্তাসহ সব চাল নিয়ে গেছে। সকালে চাল বিতরণ করতে এসে দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয় চেয়ারম্যান, ট্যাগ অফিসার ও থানা পুলিশকে জানাই।

স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আবদুল হালিম চৌধুরি মিলন ও ট্যাগ অফিসার পূর্ব হাসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাহের তালুকদার জানান, বিষয়টি ডিলারের মাধ্যমে তারা শুনেছেন, এ বিষয়ে নিয়মানুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই সঙ্গে কার্ডধারীদের চালের ব্যবস্থাও করা হবে। উপজেলা প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের জানান, সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
এমএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।