ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডেঙ্গু মোকাবিলায় সরকারের আরও সতর্ক হওয়া উচিত ছিল: আমিনুল হক 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
ডেঙ্গু মোকাবিলায় সরকারের আরও সতর্ক হওয়া উচিত ছিল: আমিনুল হক  উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হক। 

ঢাকা: দেশে ডেঙ্গু প্রকট আকারে বেড়ে গেছে। এ বিষয়ে সরকারকে আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হক।

 

তিনি বলেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এদেশের জনগণের প্রত্যাশা অনেক বেশি; কিন্তু সরকার প্রত্যাশা অনুযায়ী এগিয়ে আসতে পারেনি। ডেঙ্গু প্রতিরোধ কিংবা দেশের যেকোনো দুর্যোগকালীন কঠিন সময়ে সরকারকেই দ্রুততার সঙ্গে কার্যকর ভূমিকা রাখতে হয়। কিন্তু বাস্তবিক অর্থে আমরা তাদের কাছ থেকে জনগণের চাহিদা পূরণে আশানুরূপ ভূমিকা দেখিনি। সরকারের সক্রিয় ভূমিকা থাকলে এতো মৃত্যু-এতো প্রাণহানি ঘটতো না।  

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্লবীর ২ নম্বর ওয়ার্ডের মুসলিম বাজার থেকে শুরু করে পুরো ওয়ার্ডের এলাকাজুড়ে বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে আমিনুল হক তার বক্তব্যে এসব কথা বলেন।

বিএনপি জনগণের দল-জনগণের পাশে থেকে কাজ করে উল্লেখ করে বিএনপি নেতা আমিনুল হক বলেন, সেই জায়গা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমাদের দল বিএনপির পক্ষ থেকে আমরা ডেঙ্গু চিকিৎসা এবং ডেঙ্গু হলে কি করণীয়! এ বিষয়ে লিফলেটের মাধ্যমে আমরা পাড়া-মহল্লায় গিয়ে সাধারণ মানুষের প্রত্যেকের বাসায় বাসায় যাচ্ছি ও ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।  

তিনি বলেন, শুধু ডেঙ্গুর সময়েই নয়, দেশের যেকোনো দুর্যোগের সময় যেমন করোনাকালীন মহামারির সময়েও বিএনপি নেতাকর্মীরা জনগণের পাশে থেকে কাজ করেছে। পক্ষান্তরে স্বৈরাচার আওয়ামী লীগ গত ১৬ বছরে জনস্বার্থে মানুষের পাশে না দাঁড়িয়ে নিজেদের পকেটের উন্নয়নে ব্যস্ত ছিল।

বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে মশক নিধনে ডেঙ্গু প্রতিরোধে যে  কীটনাশক ব্যবহার করেছে তা ভেজাল ছিল, ভেজাল থাকার কারণে মশার উপদ্রব কমেনি বরং আরও বেড়েছে, পাশাপাশি ডেঙ্গুর প্রকট আমরা সবসময় দেখেছি।  

লিফলেট বিতরণকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য এবিএমএ রাজ্জাক, মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনী, সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন, মহিলাদল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লাইলী বেগম, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান, যুবদল পল্লবী থানার সভাপতি হাজী নূর সালাম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, পল্লবী থানা ছাত্রদল সভাপতি জুয়েল খন্দকার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মামুন, পল্লবী থানা মহিলাদল সভাপতি লাকী রহমান, সাধারণ সম্পাদক সৈয়দা দিলারা পলি প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ০৭২৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
টিএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।