ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জামালপুরে মৌমাছির আক্রমণে বৃদ্ধের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
জামালপুরে মৌমাছির আক্রমণে বৃদ্ধের মৃত্যু 

জামালপুর: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মৌমাছির আক্রমণে সিরাজুল ইসলাম (৭৫) নামে এক বৃদ্ধের  মৃত্যু হয়েছে। এ সময় আরও দুইজন আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার গুনারীতলা ইউনিয়নের সিংদহ গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় নবা আলী (৫০) ও ফরিদ (৪৫) নামে আরও দুইজন আহত হয়েছেন।  

নিহত সিরাজুল ইসলামের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে নবা আলীকে মৌমাছি আক্রমণ করে। এ সময় নবা আলী দৌড় দিয়ে বাড়িতে গিয়ে মশারির নিচে ঢুকে পড়েন। ওই সময় সিরাজুল ইসলাম ও তার ছেলে ফরিদ সেই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। তখন ওই উত্তেজিত মৌমাছি সিরাজুল ইসলাম ও তার ছেলেকে আক্রমণ করেন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক নবা আলী ও ফরিদকে প্রাথমিক চিকিৎসা দেন এবং সিরাজুল ইসলামের অবস্থা সংকটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। পরে জামালপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.সাইফুল ইসলাম বলেন, মৌমাছির আক্রমণে আহত হয়ে তিনজন হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজনের অবস্থা সংকটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।