ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাতে কমলাপুরে ট্রেন লাইনচ্যুত, শিডিউল বিপর্যয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
রাতে কমলাপুরে ট্রেন লাইনচ্যুত, শিডিউল বিপর্যয়

ঢাকা: রাজধানীতে কমলাপুর স্টেশন এলাকায় বৃহস্পতিবার রাতে আন্তনগর ট্রেন ‘পঞ্চগড় এক্সপ্রেস’ লাইনচ্যুত হয়। এতে প্রায় আট ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

পরে সকাল ৮টার দিকে ট্রেনটি উদ্ধার করা হয়। এতে সৃষ্টি হয় শিডিউল বিপর্যয়। সকাল থেকে ট্রেনগুলো দেরিতে ছাড়ছে বলে জানা যাচ্ছে।  

শুক্রবার দুপুরের দিকে কমলাপুর রেল স্টেশন সূত্র জানায়, রাত ১২টার দিকে পঞ্চগড় এক্সপ্রেস কমলাপুর থেকে ছেড়ে যাওয়ার পরপরই পাঁচটি বগি লাইনচ্যুত হয়। সকালে ট্রেন চলাচল শুরু হয়েছে।

কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, লাইনচ্যুত বগিগুলো সরানো হয়েছে। লাইনচ্যুতির ঘটনায় শিডিউলে কিছুটা বিপর্যয় দেখা দেয়। লাইন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।

জানা যায়, স্টেশনের কাছে আউটার ইউলুপে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হয়। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেনটির গতি ধীরে থাকায় যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি। প্রায় আট ঘণ্টার চেষ্টায় সকাল ৮টার দিকে ট্রেনটি উদ্ধার করা সম্ভব হয়।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, অক্টোবর ২৫,  ২০২৪
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।