ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সম্পদ পাচারকারীরা দেশপ্রেমিক হতে পারে না: ধর্ম উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
সম্পদ পাচারকারীরা দেশপ্রেমিক হতে পারে না: ধর্ম উপদেষ্টা কথা বলছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ. ফ. ম.  খালেদ হোসেন।

দিনাজপুর: যারা দেশের সম্পদ বিদেশে পাচার করে তারা দেশপ্রেমিক হতে পারে না বলে মন্তব্য করেছেন অর্ন্তবর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ. ফ. ম.  খালেদ হোসেন।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে দিনাজপুরের হিলিতে আল জামিয়াতুল ইসলামিয়া আল আজীজিয়া আনওয়ারুল উলুম মাদরাসা মাঠে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে’ ওলামা কেরামের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।



ধর্ম উপদেষ্টা বলেন, আগামী বুধবার (২৮ অক্টোবর) ২০২৫ সালে হজের প্যাকেজ ঘোষণা করা হবে। তখন প্যাকেজের মূল্য কমানো হবে। গেল বছরের তুলনায় এবার হজের খরচ কমে যাবে।

এ সময় ওই মাদরাসার পরিচালক মাওলানা শামছুল হুদা খানসহ স্থানীয় বিভিন্ন দলের নেতাকর্মী ও বিভিন্ন মাদরাসার শিক্ষক ও ছাত্ররা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।