ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এবার জাবিতে প্রকাশ্যে ছাত্রশিবির 

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এবার জাবিতে প্রকাশ্যে ছাত্রশিবির 

সাভার (ঢাকা): ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরে এবার প্রকাশ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের পরিচয়।  

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত জাবি শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতি থেকে তাদের পরিচয় জানা গেছে।

 

বিবৃতি অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বে রয়েছেন প্রত্নতত্ব বিভাগের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী (২০১৬-১৭ শিক্ষাবর্ষ) হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক হিসেবে আছেন বাংলা বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) মুহিবুর রহমান মুহিব এবং প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন দর্শন বিভাগের ৪৭ ব্যাচের (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন সাকি।

১৯৮৯ সালের পর এই প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি প্রকাশ্যে এসেছে। ১৯৮৯ সালের ২৬ আগস্ট ছাত্র শিবিরের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের আবাসিক ছাত্র হাবিবুর রহমান কবির নিহত হয়। এর পর থেকে ক্যাম্পাসে ছাত্র শিবিরের প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।