ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরা জেলা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
মাগুরা জেলা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু প্রতীকী ছবি

মাগুরা: মাগুরা জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলী আকবর (৭০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি খুন, ডাকাতি ও অস্ত্র মামলায় ৫৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।

 

বুধবার (৩০ অক্টোবর) সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

আলী আকবরের বাড়ি মাগুরা শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামে।

বিষয়টি নিশ্চিত করে মাগুরা জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার আবিদ হোসেন বলেন, ১৯৯০ সাল থেকে তিনি জেলা কারাগারে সাজা ভোগ করছেন। তাকে চারটি মামলায় ৫৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি উচ্চ রক্ত চাপ, ডায়াবেটিকসহ বিভিন্ন অসুখে ভুগছিলেন। সকাল ১১টার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ২০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।