শেরপুর: শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে হামলা ও এক আন্দোলনকারী হত্যার ঘটনায় করা মামলায় নুরুল ইসলাম তোতা নামে এক সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র্যাব।
নুরুল ইসলাম তোতা ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান।
বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তিনানী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি উপজেলার মালিঝিকান্দা দেবোত্তর পাড়ার মৃত গণি সরকারের ছেলে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪ সিপিসি ১ জামালপুর ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় মো. মাহবুব আলম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় নিহতের মা মাফুজা খাতুন বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ওই মামলায় গ্রেপ্তার করে নুরুল ইসলাম তোতাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এসআই