ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে মাইক্রোবাস-মাহিন্দ্রের সংঘর্ষে আহত ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
মাদারীপুরে মাইক্রোবাস-মাহিন্দ্রের সংঘর্ষে আহত ১২

মাদারীপুর: মাদারীপুরে মাইক্রোবাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১২ জন। এদের মধ্যে ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ডাসার উপজেলার ভুরঘাটা-শশিকর সড়কের আশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- কালকিনি উপজেলার আলীপুরের শহিদুল ইসলামের ছেলে হৃদয়, ভুরঘাটা এলাকার রোহান, একই এলাকার আলী সরদারের ছেলে লোকমান সরদার, ঝুরগাঁও এলাকার অনিল বাড়ৈর ছেলে গবিন্দ বাড়ৈ ও তার মেয়ে চাঁদনী বাড়ৈ, একই এলাকার সুনীল মণ্ডল, বরিশালের আগৈলঝাড়া উপজেলার কান্দিরপাড়ের হরবিলাসের ছেলে জয়। বাকিদের নাম তাৎক্ষণিক পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় যাত্রী নিয়ে শশীকর থেকে ভুরঘাটার উদ্দেশ্যে ছেড়ে আসে একটি মাহিন্দ্র (থ্রি হুইলার)। ডাসার উপজেলার আশ্রম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি পাশের খাদে পড়ে যায় ও মাহিন্দ্র গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এসময় মাইক্রোবাস ও মাহিন্দ্রের অন্তত ১২ যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ছয়জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী ভ্যানযাত্রী আল আমিন বলেন, মাইক্রোবাসটিতে উচ্চশব্দে গান বাজিয়ে বেপরোয়াভাবে আসার কারণেই এ দুর্ঘটনা ঘটে। গাড়ির গতি এত বেশি ছিল যে, মুহূর্তেই খাদে পড়ে যায়। আমাদের চোখের সামনেই দুর্ঘটনাটি ঘটে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ উল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি খাদে পড়ে যায় ও মাহিন্দ্রের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় আহতের উদ্ধার করে ভর্তি করা হয় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। মাইক্রোবাসের বেপরোয়া গতিতেই এ দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।