ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাবনায় দরিদ্রদের মাঝে গাভি ও সেলাই মেশিন বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
পাবনায় দরিদ্রদের মাঝে গাভি ও সেলাই মেশিন বিতরণ

পাবনা: বিদেশি বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রিপাবলিক অব তুর্কি মিনিস্ট্রি অব কালচার অ্যান্ড ট্যুরিজম’ (টিকা’র) সহযোগিতায় পাবনা সদরে শতাধিক নারীকে সেলাই মেশিন ও অর্ধশত কৃষক ও কৃষাণিদের মাঝে উন্নত শঙ্কর জাতের গাভি বিতরণ করা হয়েছে।  

শুক্রবার (০১ নভেম্বর) জেলা সদরের আটুয়া আলহাজ আহেদ আলী বিশ্বাস কলেজ মাঠে এক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে এই উপহার সামগ্রী উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়।

আলহাজ আহেদ আলী বিশ্ব মানব কল্যাণ ট্রাস্টের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম।  

ট্রাস্টের সভাপতি ও চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিকা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শেভকি মার্ট বারিশ, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মুহাম্মদ আলী আর্মান।  

এসময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আঞ্জুমান আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানাসহ স্থানীয় রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেলা সদর পাবনাতে এই প্রথমবারের মতো তুর্কি প্রতিষ্ঠান টিকা আর্তমানবতার কল্যাণে দরিদ্র অসহায় মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নারীদের জন্য সেলাই মেশিন ও কৃষক ও কৃষাণিদের জন্য উন্নত জাতের গাভি বিতরণে আর্থিক সহযোগিতা করেন।

এসময় টিকার কান্ট্রি ডিরেক্টর উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, এই উপহার আমরা তোমাদের দিয়েছি যাতে তোমরা নিজেরা উদ্যোগী হয়ে কাজ শিখে নিজের আয়ে চলতে পারো। আর উন্নত জাতের গাভি লালন পালন করে দুধ থেকে তোমাদের পুষ্টির চাহিদা পূরণ হয়। অন্যদিকে সেখান থেকে অর্থ উপার্জন করে পরিবারকে সহযোগিতা করতে পারবে। আমরা দেখতে চাই তোমরা আমাদের এই সহযোগিতা নিয়ে এগিয়ে যাচ্ছো। যদি কেউ আরও এগিয়ে যেতে চাও তবে আমরা এখানে থাকি আর না থাকি আমাদের প্রতিষ্ঠান টিকা তোমাদের পাশে থাকবে।

আগামীতে তোমাদের উন্নত জীবন ধারণের জন্য আমরা তোমাদের পাশে থাকবো বলে প্রতিশ্রুতি দিলাম। আমাদের বন্ধু আপনাদের ভাই শিমুল বিশ্বাসকে আমরা বিশ্বাস করি। তার উন্নয়নমূলক সামাজিক কাজে টিকা সবসময় সহযোগিতা করবে।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।