ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্টেশন মাস্টারকে বেধড়ক পেটালেন যাত্রীর স্বজনরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
স্টেশন মাস্টারকে বেধড়ক পেটালেন যাত্রীর স্বজনরা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ রেল স্টেশনের মাস্টার মো. খলিলুর রহমানকে মারধর করার অভিযোগ উঠেছে এক নারী যাত্রীর স্বজনদের বিরুদ্ধে।

শনিবার (২ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ রেল স্টেশনে এ ঘটনা ঘটে।

এতে স্টেশনে থাকা এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, শনিবার সকালে ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর এগারসিন্দুর প্রভাতি ভৈরব স্টেশনে পৌঁছে যাত্রা বিরতি দেয়। এসময় ট্রেনটিতে কিশোরগঞ্জ স্টেশন মাস্টার খলিলুর রহমান ও তার স্ত্রী একটি কেবিনে গিয়ে বসেন।  

ওই কেবিনে থাকা এক নারী যাত্রী স্টেশন মাস্টার ও তার স্ত্রীকে জিজ্ঞাসা করেন আপনারা টিকিট কেটে উঠছেন কিনা। এ ছাড়াও টিকিট দেখাতে বলেন। পরে তারা তাদের পরিচয় দেন।  

পরের স্টেশন কুলিয়ারচর থেকে স্টেশন মাস্টার ও তার স্ত্রী টিকিট কেটে ট্রেনে উঠেন। পুনরায় ওই নারী যাত্রী টিকিট কাটার কথা বললে তারা টিকিট কেটেছেন বলে জানান এবং দেখান। এসব বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।  

পরে ট্রেনটি কিশোরগঞ্জে থামতেই ওই যাত্রীর স্বজনরা স্টেশন মাস্টার খলিলুর রহমানের ওপর হামলা করে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা প্রতিটি রুমে তালা লাগিয়ে চলে যান। এতে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে দুপুর ১২টা ৫০ মিনিটে ছেড়ে যাওয়া আন্তঃনগর এগারসিন্দুর গোধূলি ট্রেন বন্ধ থাকে। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এক ঘণ্টা পর দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশন ছেড়ে যায়।  

কিশোরগঞ্জ রেলওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে আন্তঃনগর এগারসিন্দুর গোধূলি ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। আহত স্টেশন মাস্টার খলিলুর রহমান হাসপাতালে ভর্তি রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।