ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে ২ রোহিঙ্গাসহ ৯ জনকে অপহরণ  

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৪
টেকনাফে ২ রোহিঙ্গাসহ ৯ জনকে অপহরণ  

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে দুই রোহিঙ্গা ও ৭ বাংলাদেশি কৃষককে অপহরণ করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় ( ২ নভেম্বর) সন্ধ্যায় হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ আনোয়ারী বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শনিবার (২ নভেম্বর) সকালে হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়ার করাচি পাড়া পাহাড়ি এলাকা থেকে এসব কৃষকদের অপহরণ করা হয়।  

অপহৃতরা হলেন-নুরুল ইসলামের ছেলে আনোয়ার, বাঁচা মিয়ার ছেলে গিয়াস উদ্দিন, জালাল আহমদের ছেলে বেলাল উদ্দিন, আবুল হোছনের ছেলে আবু বকর, নুরুল আলমের ছেলে মুহাম্মদ আলম, আজিজুর রহমানের ছেলে কফিল ও নুরুল হোছন। তবে দুই রোহিঙ্গার নাম ঠিকানা পাওয়া যায়নি।  

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ আনোয়ারী জানান, স্থানীয় ৭ জন কৃষক অপহরণ হয়েছে বলে শুনেছেন। পাহাড়ের পাদদেশে ক্ষেতে  কাজ করার সময় ৭ কৃষককে অপহরণকারীরা ধরে নিয়ে যায়। পরে বিষয়টি টেকনাফ মডেল থানা পুলিশকে অবহিত করা হয়।

টেকনাফ মডেল থানার ওসি মো. গিয়াস উদ্দিন জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন। অপহৃতদের উদ্ধারে কাজ করছে পুলিশ।  

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগীদের তথ্য বলছে, এ নিয়ে গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৩৬ জনের অপহরণের ঘটনা ঘটেছে। এরমধ্যে ৮১ জন স্থানীয় বাসিন্দা, ৫৪ জন রোহিঙ্গা নাগরিক। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৬৯ জন মুক্তিপণ আদায় করে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা গেছে।  

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৪
এসবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।